ভারতের সংবিধান [প্রশ্নোত্তর] – ০২ পর্ব

ভারতের সংবিধান [প্রশ্নোত্তর] – ০২ পর্ব


পূর্বের পর্বের পর থেকে–


২০] প্রথম সংবিধান তৈরির জন্য খসড়ার কথা বলেছিলেন ?

= বাল গঙ্গাধর তিলক [১৮৯৫ সালে]


২১] Constituent Assembly-র প্রথম নির্বাচন কবে হয় ?

= ১৯৪৬ সালে, যখন এর সদস্য সংখ্যা ছিল ৩৮৯ জন।


২২] Constituent Assembly-র প্রথম নির্বাচনে কোন প্রিন্সলি স্টেট অংশ নেয়নি ?

= হায়দ্রাবাদ।


২৩] ১৯৪৭ সালে ভারতীয় সংবিধানের খসড়া তৈরিতে সভাপতিত্ব করেছিলেন কে ?

= ড. আম্বেদকর।


২৪] সংবিধানের খসড়া তৈরি করতে পুরো সময় লেগেছিল কত ?

= ১১ মাস।


২৫] বর্তমানে সংবিধানে কতগুলি আর্টিকেল আছে ?

= ৪৪৪ টি [444]

** সংবিধান গৃহীত হওয়ার সময় ছিল ৩৯৫ টি ধারা। বাস্তবিক বর্তমানেও ৩৯৫টি ধারাই রয়েছে, শুধুমাত্র ধারাগুলির উপধারা সংযুক্ত হয়েছে এবং তা গণনায় অন্তর্ভুক্ত করা হয়ে থাকে অনেকক্ষেত্রে।


২৬] বর্তমানে সংবিধানে কটি তফশিল বা Schedule আছে ?

= ১২ টি

** পূর্বে ৮টি তফশিল ছিল।


২৭] Socialist, Secular, Integrity শব্দগুলি প্রস্তাবনাতে কবে যুক্ত হয় ?

= ১৯৭৬ সালে ৪২তম সংশোধনে।


২৮] রাজ্যসভার সদস্যসংখ্যা কত হয় ?

= ২৫০ জন [২৩৮ জন নির্বাচিত এবং ১২ জন রাষ্ট্রপতি মনোনীত]

**  ২০২১ সাল অনুযায়ী রাজ্যসভার সদস্যসংখ্যা ২৪৫ জন [২৩৩ জন নির্বাচিত এবং ১২ জন মনোনীত]


২৯] লোকসভার সদস্যসংখ্যা কত হয় ?

= ৫৫২

** ২০২১ সাল অনুযায়ী সদস্য ৫৪৫ জন, এরা প্রত্যেকেই প্রত্যক্ষ ভোটে নির্বাচিত।


৩০] জরুরী অবস্থার সময় লোকসভার স্থায়িত্ব কত বাড়ানো যেতে পারে ?

= ১ বছর।


৩১] পার্লামেন্টে বসতে পারে কিন্তু ভোটে অংশ নিতে পারেন না কে ?

= ভারতের অ্যাটর্নি জেনারেল।


৩২] লোকসভার প্রথম বিরোধী নেতা কে ?

= রাম সুভোগ সিং (১৯৬৯) – দল ভারতীয় জাতীয় কংগ্রেস।


৩৩] বর্তমানে ভারতে হাইকোর্টের সংখ্যা কত ?

= ২৫টি


৩৪] রাজ্যসভার চেয়ারম্যান কে ?

= উপরাষ্ট্রপতি, যিনি কোনো কক্ষের সদস্য নন।

 

error: সর্বস্বত্ত্ব সংরক্ষিত