[মান – ৫] ‘মনে হবে তেলেনাপোতা বলে কোথাও কিছু নেই’ – একথা কার, কেন মনে হবে? এই মনে হওয়ার কারণ কী?

রচনা ও রচনাকার

উদ্ধৃতিটি কবি-কথাসাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রের অন্যতম একটি ছোটোগল্প ‘তেলেনাপোতা আবিষ্কার’ থেকে নেওয়া হয়েছে।

কার মনে হবে

আলোচ্য গল্পে গল্পকথকের একথা মনে হয়েছিল। যেকোনো পাঠকেরই এমন অনুভূতি হবে বলে মনে হয়।

কেন মনে হবে

তেলেনাপোতা থেকে ফিরে আসার পর ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হয়ে নাগরিক যুবক যামিনীর মাকে দেওয়া সমস্ত প্রতিশ্রুতি ভুলে যান। তাই এমনও মনে হবে যে, তেলেনাপোতা বলে সত্যই কিছু নেই।

মনে হওয়ার কারণ বিশ্লেষণ

গল্পের তেলেনাপোতা এমন এক গ্রাম যেখানে মাছ শিকারের জন্য অনেকেই আসে। তারা অনেক স্বপ্ন দেখে কিংবা দেখায়। কিন্তু মহানগরীতে ফিরে গেলেই সেইসব স্বপ্ন বিস্মৃতির অতলে তলিয়ে যায়।

বাস্তবে তেলেনাপোতা নামে কোনো গ্রাম নেই। আসলে এ গ্রাম-বাংলার প্রতীক। তেলেনাপোতার ধ্বংসাবশেষ, রোগ-ব্যাধি, দারিদ্র, অসহায়তা, বিপন্নতা বাংলার যেকোনো গ্রামেরই প্রতিচ্ছবি। শহুরে মানুষ যারা গ্রামের জীবনযাত্রার সঙ্গে পরিচিত নয়—এই ভাবুক নাগরিক যুবকেরা যামিনী বা যামিনীর মাকে দেওয়া প্রতিশ্রুতি মনে রাখতে পারে না। কারণ—

‘তেলেনাপোতার স্মৃতি আপনার কাছে ঝাপসা একটা স্বপ্ন মনে হবে’।

এবং সেই অপেক্ষারত যামিনীকে মনে হয় “অবাস্তব কুয়াশার কল্পনা”।

error: সর্বস্বত্ত্ব সংরক্ষিত