ভারতের সংবিধান [প্রশ্নোত্তর] – ০৩ পর্ব
৩৫] রাষ্ট্রপতি পরিচালিত শাসনব্যবস্থায় রাষ্ট্র প্রধান কার কাছে দায়ী থাকেন ?
= জনসাধারণের কাছে।
৩৬] মন্তীসভা পরিচালিত শাসনব্যবস্থা বা সংসদীয় গণতন্ত্রে মন্ত্রীসভা কার কাছে দায়ী থাকেন ?
= আইন সভার কাছে।
৩৭] কোন শাসনব্যবস্থাকে Government of the people by the people for the people বলে ?
= গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে।
৩৮] প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা কোথায় প্রচলিত ?
= সুইজারল্যান্ডে।
৩৯] ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কোথায় প্রচলিত ?
= মার্কিন যুক্তরাষ্ট্রে।
৪০] রাশিয়াতে কি ধরনের শাসনব্যবস্থা লক্ষ করা যায় ?
= বহুশাসন কর্তৃপক্ষ।
৪১] সার্বিক প্রাপ্ত বয়স্কের ভোটাধিকার কিসের ভিত্তি ?
= পরোক্ষ গণতন্ত্রের।
৪২] কোন তন্ত্রে শাসক নির্বাচিত হন ?
= গণতন্ত্রে।
৪৩] গণতন্ত্র ধারণার সৃষ্টি কোথায় ?
= প্রাচীন গ্রিসে।
৪৪] ভারতের উপরাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত হন ?
= সংসদের উভয় কক্ষের দ্বারা।
৪৫] ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন ?
= প্রত্যক্ষভাবে।
৪৬] ভারতের কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্য কার দ্বারা নিযুক্ত হন ?
= রাষ্ট্রপতি দ্বারা।
৪৭] কোনো রাজ্যের রাজ্যপাল কার দ্বারা নিযুক্ত হন ?
= রাষ্ট্রপতি দ্বারা।
৪৮] লোকসভার কার্যকাল কত ?
= ৫ বছর
৪৯] ভারতের রাজ্যসভা আসলে কী ?
= সংসদের একটি কক্ষ
৫০] পশ্চিমবঙ্গের আইনসভা কিরূপ ?
= এক কক্ষ বিশিষ্ট
৫১] রাষ্ট্রপতি হত্রে গেলে সর্বনিম্ন বয়স কত হতে হবে ?
= ৩৫ বছর।
৫২] রাস্ত্রপতির পদ শূন্য হলে তাঁর কাজ কে করেন ?
= উপরাষ্ট্রপতি
৫৩] প্রধানমন্ত্রীর নিয়োগ করেন কে ?
= রাষ্ট্রপতি।
৫৪] মন্ত্রী পরিষদ কার কাছে দায়ী ?
= সংসদের নিম্ন কক্ষের কাছে
৫৫] রাজ্যসভার সদস্যদের কারা নির্বাচিত করেন ?
= সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভার সদস্যরা।