একেই কি বলে সভ্যতা [NET-SET] – প্রশ্ন ও উত্তর (২)
[১] একেই কি বলে সভ্যতা’ নাটকের প্রথম অঙ্কের দ্বিতীয় গর্ভাঙ্কের স্থান কী ছিল ?
= সিক্দার পাড়া স্ট্রীট
[২] ১ম অংক/২য় গর্ভাঙ্ক–এ প্রথম প্রবেশ ঘটেছে কার ?
= বাবাজীর
[৩] ওর মাথায় খানিক জল ঢেলে দে’ – কার মাথায় ?
= বাবাজীর মাথায়, কারণ তিনি অপরিচিত এক গৃহের দরজায় ঘা দিয়ে দিয়েছিলেন।
[৪] বাবাজী যে মোল্লা নয় বৈরাগী ঠাকুর তা কিভাবে তারা জানতে পেরেছিল ?
= বাবাজীর হাতের ‘কুঁড়োজালি’ (অর্থাৎ ব্যঙ্গে জপমালার থলি ) দেখে।
[৫] যেন তুলসীবনের বাঘ – বক্তা কে ?
= প্রথম বারবিলাসিনী বাবাজীকে বলেছিল।
[৬] দ্বিতীয় বারবিলাসিনীর নাম কী ছিল ?
= বামা।
[৭] জ্ঞানতরঙ্গিনী সভাকে বারবিলাসিনীরা কী ভেবেছিল ?
= তরঙ্গিনী নামের কোনো এক গণিকা।
[৮] জেলে না যাওয়ার কারণ হিসেবে বাবাজীর কী বলেছিল ?
= সঙ্গে টাকা ছিল এবং পুলিশ সাহেবের ঘুষ খাওয়ার বাতিক ছিল।
[৯] সার্জেন্টের কী রোগ ছিল বলে বাবাজী উল্লখ করে ?
= হাতপাতা রোগ [অর্থাৎ ঘুষখোর]।
[১০] হেঁদু বেটারাই দুনিয়াদারির মজা করে ন্যেলে – বক্তা।
= দ্বিতীয় মুটিয়া।
[১১] কোন কোন বিক্রেতার কথা এখানে আছে ?
= ফুল ও বরফ বিক্রেতা।
[১২] যন্ত্রীগণের সঙ্গে কারা এসেছিল ?
= নিতম্বিনী ও পয়োধরা নাম্নী পতিতা।
[১৩] কে কাকে ব্রান্ডি খাইয়েছিল ?
= কালীনাথ নিতম্বিনী নাম্নী পতিতাকে।
[১৪] নিতম্বিনী নাচতে পারবে না কেন ?
= গতকালের মদ্যপানে তাঁর মাথা তখনো ঘুরছিল তাই।