‘ভারতসভা’র উপর টীকা লেখ।

[উত্তর] ভূমিকা = উনিশ শতকে যে সব রাজনৈতিক সমিতি গড়ে ওঠে সেগুলির মধ্যে ভারতসভা গড়ে ওঠে সমস্ত ভারতবাসীর স্বার্থরক্ষার লক্ষ্য নিয়ে। এই সভায় যে-কোনো ভারতীয় সদস্য হতে পারত—কোনো ধর্মীয় ও বর্ণগত ভেদাভেদ ছিল না।

প্রতিষ্ঠা = ১৮৭৬ খ্রিস্টাব্দে কলকাতার অ্যালবার্ট হলে ভারতসভা (Indian Association) প্রতিষ্ঠিত হয়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু ও শিবনাথ শাস্ত্রী ছিলেন এই সভার প্রতিষ্ঠাতা।

উদ্দেশ্য = ভারতসভা প্রতিষ্ঠার কয়েকটি উদ্দেশ্য ছিল।

(১) দেশে জনমত গঠন করা।

(২) ভারতের বিভিন্ন অঞ্চলের অধিবাসীদের ঐক্যবদ্ধ করা।

(৩) হিন্দু-মুসলমান সম্প্রদায়ের মৈত্রীর প্রসার ঘটানো।

(৪) রাজনৈতিক আন্দোলনে অশিক্ষিত জনগণের যোগদানের ব্যবস্থা করা প্রভৃতি।

আন্দোলন = মধ্যবিত্ত সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করত ভারতসভা। এই সভা বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলন গড়ে তোলে। যেমন—

(১) ব্রিটিশ সরকার আই সি এস পরীক্ষার্থীদের বয়সসীমা ২১ থেকে কমিয়ে ১৯ বছর করেছিল। এর প্রতিবাদে এই সভা আন্দোলন করে।

(২) লর্ড লিটন দেশীয় ভাষার সংবাদপত্র আইন ও অস্ত্র আইন পাস করলে ভারতসভা প্রতিবাদ আন্দোলন গড়ে তুলেছিল। পরে সরকার সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন প্রত্যাহার করে (১৮৮৩ খ্রি.)।

(৩) ইলবার্ট বিলের সমর্থন জানিয়েছিল ভারতসভা।

মূল্যায়ন = উনিশ শতকে গড়ে ওঠা রাজনৈতিক সমিতিগুলির মধ্যে ভারতসভা বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। পরে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হলে ‘ভারতসভা’ জাতীয় কংগ্রেসে মিশে যায়।

error: সর্বস্বত্ত্ব সংরক্ষিত