বঙ্গভাষা প্রকাশিকা সভা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।

[উ] উনিশ শতকে বাংলার বেশ কিছু রাজনৈতিক প্রতিষ্ঠানের সূচনা হয়েছিল। তাই ড. অনিল শীল উনিশ শতককে ‘সভা-সমিতির যুগ’ বলে অভিহিত করেছেন। এই সভা-সমিতির যুগের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান ছিল ‘বঙ্গভাষা প্রকাশিকা সভা’।

প্রতিষ্ঠা ও প্রতিষ্ঠাতা = ‘বঙ্গভাষা প্রকাশিকা সভা’ প্রতিষ্ঠিত হয় ১৮৩৬ খ্রিস্টাব্দে। এই সভার প্রতিষ্ঠাতাদের মধ্যে প্রধান ছিলেন টাকির জমিদার কালীনাথ রায়চৌধুরী, দ্বারকানাথ ঠাকুর, প্রসন্নকুমার ঠাকুর এবং রামমোহন রায়ের অন্যান্য শিষ্যরা।

প্রতিষ্ঠার উদ্দেশ্য = (১) সরকারি শাসনব্যবস্থার ত্রুটি সম্পর্কে আলোচনা করা। (২) জনগণের স্বার্থরক্ষার জন্য সরকারের কাছে আবেদনপত্র পেশ করা।

বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যাবলি = (১) বঙ্গভাষা প্রকাশিকা সভা পাশ্চাত্য শিক্ষাপ্রসারে উদ্যোগ গ্রহণ করেছিল। (২) ব্রিটিশ সরকার নিষ্কর ভূমির ওপর কর আদায় করলে তার বিরুদ্ধে বঙ্গভাষা প্রকাশিকা সভা জনসভা আহ্বান করে। বঙ্গভাষা প্রকাশিকা সভা বেশিদিন স্থায়ী হয়নি। তবে তার কার্যাবলি লক্ষ করে প্রখ্যাত গবেষক যোগেশচন্দ্র বাগল বলেছেন যে, এটিই হল ‘বাঙালি তথা ভারতবাসীর মধ্যে সর্বপ্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান।’

error: সর্বস্বত্ত্ব সংরক্ষিত