সুয়েজ খালে হাঙর শিকার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

একাদশ শ্রেণির পাঠ্য একটি গদ্য হলো স্বামী বিবেকানন্দের ‘সুয়েজ খালে হাঙর শিকার’। এই রচনা থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে দেওয়া হলো। অন্যান্য পাঠের প্রশ্ন উত্তর দেখার জন্য উত্তরের নিচের  লিংকে ক্লিক করুন।

 

সুয়েজ খালে হাঙর শিকার




 মান = ১

প্রশ্ন—সুয়েজ বন্দরে তিন দিকে কী আছে?

[] বালির ঢিপি ও পাহাড়।

প্রশ্ন—কোন মাছ দেখে লেখকের হাঙরের বাচ্চা বলে মনে হয়েছিল?

[] বনিটো মাছ দেখে।

প্রশ্ন—সুয়েজ খালের কুলি জাহাজ ছুঁতে পারবে না কেন?

[] জাহাজের যাত্রীদের কারো কারো প্লেগের ছোঁয়াচের সম্ভাবনা রয়েছে।

প্রশ্ন—‘মিসরী আদমীকে ছুঁলেই আবার দশদিন আটক’—কারণ কী?

[] জাহাজের যাত্রীদের দশদিন আটকে না রাখলে বোঝা যাবে না তাঁর সংস্পর্শে আসা মিসরীদের প্লেগ হয়েছে কিনা।

প্রশ্ন—‘সেদিন আমার খাওয়া দাওয়ার দফা মাটি হয়ে গিয়েছিল’—কেন?

[] জাহাজের সবকিছুতেই হাঙ্গরের গন্ধ হয়েছিল।

প্রশ্ন—আমেরিকার আদিম নিবাসীরা এখনো ইন্ডিয়ান নামে অভিহিত”—কারণ কী?

[] কারণ আমেরিকায় পৌঁছেও কলম্বাসের ধারণা ছিল তিনি ভারতবর্ষে পৌঁছেছেন।

প্রশ্ন—‘ভারতের আর তত কদর নাই’—কারণ?

[] আমেরিকা প্রভৃতি দেশে ভারতের জিনিসপত্র ভারতের থেকে ভালো তৈরি হচ্ছে।

প্রশ্ন–জাহাজের খালাসিদের আপদ বলতে কী বোঝানো হয়েছে?

[] কারণ খালাসিরাই কুলি হয়ে ক্রেনে করে মাল তুলে সুয়েজি নৌকায় ফেলছে।

প্রশ্ন–‘স্বর্গে ইঁদুর বাহন প্লেগ পাছে ওঠে’–স্বর্গ বলতে কী বোঝানো  হয়েছে?

[] ইউরোপ।

প্রশ্ন–লেখক যে জাহাজে ছিলেন তা রাতে সুয়েজ খাল পার হতে পারেনি কেন?

[] বিজলি বাতির অভাবে।

প্রশ্ন–লেখক কোন মাছদের হাঙর চোষক বলেছেন?

[] যে মাছগুলি হাঙরের আশেপাশে থাকে এবং খাদ্যের অবশিষ্ট যারা খায়।

প্রশ্ন–কার উৎসাহে হাঙর ধরার উপকরণ জোগাড় হয়েছিল?

[] সেকেন্ড ক্লাসের এক ফৌজীর উৎসাহে।

প্রশ্ন–আড়কাটী মাছ বলতে লেখক কোন মাছ বুঝিয়েছেন?

[] পাইলট ফিস, যারা হাঙরকে শিকার দেখিয়ে দেয়।

প্রশ্ন–হাঙরদের ভাষা থাকলে কে কাকে সাবধান করে দিত?

[] বাঘা হাঙর থ্যাবড়া মুখো হাঙরকে সাবধান করত, যাতে মানুষের টোপে ধরা না দেয়।

প্রশ্ন–‘আহা! ও লোভ কী ছাড়া যায়’–কীসের লোভ?

[] শুয়োয়ের মাংসের লোভ।

প্রশ্ন–সুয়েজ খাল কে খনন করেন?

[] ফর্ডিনেন্ড লেসেন্স।

প্রশ্ন–সুয়েজ কী কী সাগরকে যুক্ত করেছে?

[] ভূমধ্যসাগর ও লোহিত সাগর।

প্রশ্ন–সুয়েজখাল কে সংস্কার করেন?

[] আমুন্ডসেন।

প্রশ্ন–রেড-সি পার হয়ে কবে সুয়েজখালে পৌঁছেছিলেন লেখক?

[] ১৪ জুলাই।

প্রশ্ন–স্বামীজী যখন সুয়েজখালে পৌঁছান তখন কোন রোগের আতঙ্ক ছড়িয়ে পড়েছিল?

[] প্লেগ রোগের।

প্রশ্ন–সুয়েজখালের জলে কোন প্রাণীরা ভেসে বেড়ায়?

[] হাঙর।

প্রশ্ন–প্রচুর পরিমাণে হাঙর দেখা যায় কোথায়?

[] অস্ট্রেলিয়ার সিডনি বন্দরে।

প্রশ্ন–মানুষের জাত ক্রোধ কোন প্রানীর উপরে?

[] সাপ ও হাঙর।

প্রশ্ন–উনি শুটকি রূপে আমদানি হন–উনি কে?

[] বনিটো মাছ।

প্রশ্ন–বনিটো কোথা থেকে আমদানি হয়?

[] মালদ্বীপ থেকে।

প্রশ্ন–বনিটোর মাংস কেমন?

[] লাল এবং খুবই সুস্বাদু।

প্রশ্ন–হাঙর মাছকে টানার জন্য কতজন প্রস্তুত ছিল?

[] ৪০-৫০ জন।

প্রশ্ন–‘আগে যান ভগীরথ শঙ্খ ধ্বনি বাজায়ে’–এখানে ভগীরথ কে?

[] পাওলট ফিস।

প্রশ্ন–পাছুপাছু যান গঙ্গা–এখানে গঙ্গা বলতে কাকে বোঝানো হয়েছে?

[] থেবড়া মুখো হাঙরকে।

প্রশ্ন–‘আহা কী নিস্থুর’–একথা কারা বলেছে?

[] জাহাজের মহিলা যাত্রীরা।

প্রশ্ন–এখন বর্তমানে সুয়েজ কাদের দখলে আছে?

[] ফরাসিদের।[বর্তমানে বলতে লেখকের সমকালে]

প্রশ্ন–গোরা আদমি বলতে কাদের বোঝানো হয়েছে?

[] ব্রিটিশদের।

প্রশ্ন–সুয়েজ খালের স্থপতির নাম লেখ?

[] ফর্ডিনেন্ড লেসেন্স।


——————————————

একাদশ শ্রেণির অন্যান্য পাঠের প্রশ্ন উত্তর

——————————————


প্রশ্ন–‘এটি রাজনৈতিক মীমাংসা’- কোন বিষয়কে রাজনৈতিক মীমাংসা বলা হয়েছে?

[] স্বামীজী জানিয়েছেন, সুয়েজখাল কোম্পানির অধিকাংশ শেয়ার ইংরেজদের হাতে থাকলেও এ খালের সমস্ত দায়দায়িত্ব ফরাসিরা পালন করে থাকে। এটাই ছিল ইংরেজ ও ফরাসিদের রাজনৈতিক মীমাংসা।

প্রশ্ন–‘তাই থেকে ইন্ডিয়া ইন্ডিয়ান’–কোন প্রসঙ্গে একথা বলা হয়েছে?

[] স্বামীজী জানিয়েছেন, বেদে সিন্ধু নদের যে নাম ছিল তাকে ইরানিরা বলত ‘হিন্দু’, গ্রিকরা বলত ‘ইন্দুস’। এবং তা থেকে পরবর্তীকালে ‘ইন্ডিয়া’ ‘ইন্ডিয়ান’ কথাটি এসেছে।

প্রশ্ন–বেদে সিন্ধু নদের কী কী নাম পাওয়া যায়?

[] সিন্ধু ও ইন্দু।

প্রশ্ন–সেই জন্যেই আমেরিকায় আদিম নিবাসীরা এখনও ইন্ডিয়ান নামে অভিহিত–তারা ইন্ডিয়ান নামে অভিহিত কেন?

[] ভারত আবিষ্কারে বেরিয়ে কলম্বাস উত্তর আমেরিকায় পৌঁছান। এবং সেখানকার অধিবাসীদের ‘রেড ইন্ডিয়ান’ বলে অভিহিত করেন। এরাই এখনও ঐ একই অভিধায় অভিহিত হয়।

প্রশ্ন–রোম ধ্বংসের পর কোন কোন শহর ভারতীয় বাণিজ্যের পাশ্চাত্য কেন্দ্র হয়ে উঠেছিল?

[] তিনটি শহর কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল- বাগদাদ, ইতালির ভেনিস এবং জেনোয়া।

প্রশ্ন–ভারতের বাণিজ্যের উপর কোন কোন দেশ নির্ভর করত?

[] পাঠ্যাংশে উল্লিখিত দেশগুলি হোল- বাবিলন, ইরান, রোম ও গ্রিস।

প্রশ্ন–‘এই বাণিজ্য দুটি প্রধান ধারায় চলত’– ধারা দুটি কী?

[] একটি স্থলপথে আফগানি, ইরানি দেশ হয়ে।

[] অন্যটি জলপথে রেড-সি হয়ে।

প্রশ্ন–কোন সকল জিনিসের জন্য বিভিন্ন দেশ ভারতের উপর নির্ভর করত?

[] প্রাচীনকাল থেকেই ভারতের উপর অন্যদেশগুলি কিছু কিছু জিনিসের উপর নির্ভর করত। যেমন- সুতি কাপড়, তুলা, পাট, নীল, লাক্ষা, ভাল, হিরে, মতি প্রভৃতি।

প্রশ্ন–সুয়েজ খাল খনন করার ফলে কী কী সুবিধা হয়েছে?

[] ভূমধ্যসাগর ও লোহিত সাগর যুক্ত করার ফলে ইউরোপ ও ভারতের মধ্যে ব্যবসা-বাণিজ্যের পথ সুগম হয়েছিল।

প্রশ্ন–‘সচকিত নয়নং পশ্যতি তব পন্থানং’ — এর অর্থ লেখ।

[] গীতগোবিন্দ থেকে নেওয়া এই শ্লোকটির অর্থ হলো, সচকিত চোখে তোমার প্রতিক্ষায় তাকিয়ে আছি।

প্রশ্ন–‘সচকিত নয়নং পশ্যতি তব পন্থানং’ — প্রসঙ্গ লেখ।

[] ফৌজী যখন হাঙর ধরার জন্য বড়শিতে মাংসের টোপ লাগিয়ে ফাতনাটাকে দূরে ফেলবার পর জাহাজের যাত্রীরা উদ্গ্রীব হয়ে হাঙরের প্রতীক্ষায় ছিল।

প্রশ্ন–হানগরের নাম বিভীষণ রাখার কারণ কী ছিল?

[] হাঙর মাছের গম্ভীর চালে চলার কারণে তাকে বিভীষণ আখ্যা দিয়েছিলেন।

প্রশ্ন–বনিটো মাছ দেখে স্বামীজী খুশি হয়েছিলেন কেন?

[] বনিটো মাছের মধ্যে রয়েছে প্রবল গতি ও তেজ। তাই এই মাছ দেখে স্বামীজী খুশি হয়েছিলেন।

প্রশ্ন–কারাঁটিন কী?

[] কারাঁটিন আসলে ইংরেজি শব্দ কোয়ারেন্টাইন (Quarantine)। আলোচ্য পাঠ্যাংশে সংক্রামক ব্যাধি নিবারণের জন্য মেলামেশি বন্ধ করার নির্দেশনামা বোঝাতে কথাটি ব্যবহার করেছেন।


——————————————

একাদশ শ্রেণির অন্যান্য পাঠের প্রশ্ন উত্তর

——————————————






error: সর্বস্বত্ত্ব সংরক্ষিত