--------------------------------------------------
--------------------------------------------------


--------------------------------------------------
--------------------------------------------------

[মান-৩] ‘এসো যুগান্তের কবি’—যুগান্তের কবিকে কবি কখন আহ্বান করেছেন? তাঁকে কেন আহ্বান করেছেন?

[উ] কখন = কয়েক শতক ধরে পশ্চিমি উপনিবেশকারীরা পৃথিবীর অনুন্নত দেশগুলিকে শোষণ করেছিল। বিশ্বের দ্বিতীয় দশকে বাঁধল বিধ্বংসী বিশ্বযুদ্ধ, শুরু হলো সভ্যতার সংকট। এই পরিপ্রেক্ষিতে বিপন্ন আফ্রিকাকে সহানুভূতি জানাতে কবি যুগান্তের কবিকে আহ্বান জানিয়েছেন।

কারণ = অপমানিত আফ্রিকার দ্বারে এসে যুগান্তের কবি যেন বলেন, ‘ক্ষমা করো’। ক্ষমা প্রার্থনার মধ্যে থাকে মহত্ত্ব। মানবতার প্রতি সম্মান জ্ঞাপনই প্রকৃত সভ্যতার সপক্ষে শেষ পুণ্যবার্তা।

error: সর্বস্বত্ত্ব সংরক্ষিত