[মান-৩] ‘চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে’।—‘অপমানিত ইতিহাসে’র বিবরণ লেখো।

[উ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আফ্রিকা’ কবিতায় আফ্রিকার ইতিহাস সম্বন্ধে জানা যায়।

আফ্রিকার ইতিহাস অপমানের ইতিহাস। অরণ্যের দুর্ভেদ্যতা, আর অজ্ঞানতার কারণে আদিম আফ্রিকা ছিল উপেক্ষিত। হিংস্ৰ, নির্লজ্জ শ্বেতাঙ্গ উপনিবেশকারীরা আফ্রিকাকে সর্বস্বান্ত করল, অশ্রুতে ভেজাল। হত্যায় হত্যায় রক্তে-অশ্রুতে ধূলি-মাটি হলো পঙ্কিল। কাঁটা-মারা জুতোয় পিষে মারল জনমানুষকে। আগ্রাসী শ্বেতাঙ্গরা একটি গোটা মহাদেশে অনধিকার প্রবেশ করে, স্বাধীনতা হরণ করে, শোষণ-পীড়নে চিরকালের মতো কলঙ্কের দাগ দিয়ে গেল তার ইতিহাসে। তাই এই ইতিহাস অপমানিত ইতিহাস।

error: সর্বস্বত্ত্ব সংরক্ষিত