--------------------------------------------------
--------------------------------------------------


--------------------------------------------------
--------------------------------------------------

[মান-৩] ‘বলো, ‘ক্ষমা করো’—কার কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে? কেন?

[উ] প্রথম অংশ = কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আফ্রিকা’ কবিতা থেকে উদ্ধৃত এই অংশে মানহারা মানবী আফ্রিকার কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে।

দ্বিতীয় অংশ = ইউরোপের শ্বেতাঙ্গ ঔপনিবেশিকরা সর্বগ্রাসী লোভের পরিচয় দিয়ে আফ্রিকায় যে হত্যা, লুণ্ঠন, শোষণ-উৎপীড়নের পরিচয় দিয়েছিল, যেভাবে আফ্রিকার মানুষদের লাঞ্ছিত, অপমানিত, কলঙ্কিত করেছিল তা ছিল সভ্যতার পাপ। এই পাপের ফলেই বিশ্বে মহাসংকটের কালো মেঘ দেখা দিয়েছে। কবি বুঝতে পেরেছেন, এই অবস্থায় মানহারা আফ্রিকার কাছে ক্ষমা প্রার্থনা করাই একমাত্র উপায়। তাই যুগ বা সভ্যতার প্রতিনিধি হিসেবে যুগান্তের কবিকে তিনি ক্ষমা চাইতে বলেছেন।

error: সর্বস্বত্ত্ব সংরক্ষিত