[উ] পুন্যবাণী = ‘ক্ষমা করো’—যুগান্তের কবির কণ্ঠে উচ্চারিত এই বাণীটিকে কবি রবীন্দ্রনাথ ঠাকুর ‘আফ্রিকা’ কবিতায় সভ্যতার শেষ পুণ্যবাণী বলে উল্লেখ করেছেন।
কারণ = শুধু লোভের বশবর্তী হয়ে ঔপনিবেশিকরা আফ্রিকায় যে হত্যা, লুণ্ঠন, শোষণ-উৎপীড়নের পরিচয় দিয়েছিল, যেভাবে লাঞ্ছিত, অপমানিত করেছিল মানুষদের তা ছিল সভ্যতার পাপ। এই পাপের ফলশ্রুতিতে বিশ্বে ভয়ংকর সংকটকাল ঘনিয়ে এসেছিল। এই অবস্থায় বিশ্বকে রক্ষা করার একমাত্র উপায় ছিল মানহারা মানবীর কাছে ক্ষমা প্রার্থনা করা। ক্ষমা সবচেয়ে বড়ো গুণ। তাই সভ্যতার চরম সংকটকালে ক্ষমা প্রার্থনাকেই সভ্যতার শেষ পুণ্যবাণী বলেছেন।