[উ] মুহুর্ত = ঔপনিবেশিকরা আফ্রিকায় বর্বরোচিত আগ্রাসন উপনিবেশ স্থাপন করে অবাধে লুণ্ঠন, উৎপীড়ন চালিয়েছিল। ওদের কাঁটা-মারা জুতোয় আফ্রিকা যখন রক্তে, অশ্রুতে মিশে বীভৎস কাদার পিণ্ডে পরিণত হচ্ছিল, তখনকার কথা বলা হয়েছে।
সমুদ্রপারে যা ঘটেছিল = তখন সমুদ্রপারে অর্থাৎ, ইউরোপে তারা নিতান্ত সভ্য, ঈশ্বরপ্রাণ সংসার সচেতন মানুষ। পাড়ায় পাড়ায় মন্দিরে পুজোর ঘণ্টা বাজছে সকাল-সন্ধ্যায়। প্রভু দয়াময়ের নাম-গানে মুখরিত সবাই। শিশুরা মায়ের কোলে খেলা করছে। সুন্দরের আরাধনা করে কবি সংগীত রচনা করে চলেছেন। অর্থাৎ সেখানে নেই হত্যা, লুণ্ঠন, হাহাকার, পাশবিক হিংস্রতা।