[মান-৩] ‘চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে।।-কারা, কীভাবে চিরচিহ্ন দিয়ে গিয়েছিল?

[উ] কারা = ইউরোপীয় শ্বেতাঙ্গ ঔপনিবেশিকরা আফ্রিকার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন এঁকে দিয়ে গেছে।

কীভাবে = সাম্রাজ্যবাদী এই আগ্রাসনকারীরা সীমাহীন লোভের বশে হিংস্র পশুর মতো থাবা বিস্তার করেছে আফ্রিকার ওপর। আধুনিক আগ্নেয়াস্ত্রের শক্তিতে পদানত করেছে আফ্রিকাকে। লুণ্ঠনে, শোষণে-শাসনে, উৎপীড়নে ক্ষত-বিক্ষত করেছে আফ্রিকাকে। আফ্রিকার সাধারণ মানুষকে ক্রীতদাসে পরিণত করেছে। ঔপনিবেশিক দস্যুদের কাঁটা-মারানো জুতোর তলায় আফ্রিকা রক্তে, অশ্রুতে মিশে বীভৎস কাদার পিণ্ডে পরিণত হয়েছে। এইভাবে আপাত সভ্য জাতি বর্বরতার পরিচয় দিয়ে আফ্রিকার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন এঁকে দিয়ে গেছে।

error: সর্বস্বত্ত্ব সংরক্ষিত