[মান-৩] ‘নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে’— কাদের সম্পর্কে এই উক্তি? কেন এই উক্তি?

[উ] প্রথম অংশ = কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আফ্রিকা’ কবিতা থেকে সংগৃহীত এই অংশে ইউরোপীয় তথাকথিত সভ্য, শ্বেতাঙ্গ ঔপনিবেশিকদের সম্পর্কে এই উক্তি করা হয়েছে।

দ্বিতীয় অংশ = সাম্রাজ্যবাদী ঔপনিবেশিকরা হিংস্র আগ্রাসনের পরিচয় দিয়েছেন আফ্রিকায়। মুসোলিনি আবিসিনিয়ায় বর্বরোচিত আক্রমণ হেনেছিল। আক্রমণকারীদের হিংস্রতা আফ্রিকার হিংস্র প্রাণী নেকড়ের হিংস্রতাকে ছাড়িয়ে গিয়েছিল। হিংস্র শ্বাপদে পরিপূর্ণ আফ্রিকা এত হিংস্র পশুর মধ্যে বাস করেও হিংসার এতো চরম রূপ দেখেনি কোনোদিন। মানবতাবাদী কবি ঘৃণাবশত নেকড়ের চেয়ে ধারালো নখবিশিষ্ট বলে ধিক্কার জানিয়েছেন ঔপনিবেশিকদের।

error: সর্বস্বত্ত্ব সংরক্ষিত