[উ] ছায়াবৃতা = কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আফ্রিকা’ কবিতা থেকে উদ্ধৃত এই অংশে ঘন অরণ্য-আবৃত আফ্রিকাকে ‘ছায়াবৃতা’ বলা হয়েছে।
কারণ = আফ্রিকা ছায়াচ্ছন্ন, অরণ্যময়। প্রথমত, দুর্গম অরণ্যময় আফ্রিকা বনস্পতি দ্বারা আচ্ছাদিত চিরকাল। সূর্যালোক এখানকার ভূমি স্পর্শ করে না। দ্বিতীয়ত, মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে আফ্রিকা আধুনিক সভ্যতা-সংস্কৃতি এবং জ্ঞানের আলো থেকে বঞ্চিত চিরকাল। সভ্যজগৎ এই মহাদেশটির সম্পদ এবং সংস্কৃতির কোনো খবরই রাখত না। এইকারণে ছায়াবৃতা বলা হয়েছে।