--------------------------------------------------
--------------------------------------------------


--------------------------------------------------
--------------------------------------------------

[মান-৩] ‘উদ্ভ্রান্ত সেই আদিম যুগে’-আদিম যুগে কী হয়েছিল?

[উ] উদ্ধৃতাংশে এই মহাবিশ্বের সৃষ্টির সূচনায় স্রষ্টার মানসিকতা এবং সৃষ্টির প্রাথমিক অবস্থার একটা কাব্যিক রূপ অঙ্কন করা হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আফ্রিকা’ কবিতায়।

কী হয়েছিল = সৃষ্টির শুরুতে, সেই আদিম যুগে উদ্ভ্রান্ত ছিলেন স্রষ্টা, তাই বিশৃঙ্খল ছিল সৃষ্টি। নিজের সৃষ্টিকর্মে তিনি নিজেই সন্তুষ্ট হতে পারছিলেন না। তাই বারবার ভেঙে গড়ছিলেন। এই ভাঙাগড়ার মধ্য দিয়ে বিশ্ব নবনব রূপে গড়ে উঠছিল। গড়ে উঠেছিল এক-একটি দেশ, মহাদেশ। এই সময় আফ্রিকাকে প্রাচী ধরিত্রীর বুক থেকে সরিয়ে নিয়ে বনস্পতির নিবিড় বন্ধনে আবদ্ধ করেন স্রষ্টা।

error: সর্বস্বত্ত্ব সংরক্ষিত