উনিশ শতকের বাংলাদেশে নারীশিক্ষা বিস্তারে ইউরোপীয় উদ্যোগের বিবরণ দাও।

সূচনা: আঠারো শতক ছিল ভারতের শিক্ষা-সংস্কৃতির ক্ষেত্রে এক ‘অন্ধকার যুগ’। উনিশ শতকে সেই অন্ধকার যুগের অবসান ঘটে। এই সময় থেকে ইউরোপীয় উদ্যোগে নারীশিক্ষার সূচনা হয়।

মিশনারি উদ্যোগ: বাংলাদেশে নারীশিক্ষা বিস্তারে প্রথম উদ্যোগী হয় খ্রিস্টান মিশনারিরা। তাঁরা এদেশে নারীশিক্ষা বিস্তারের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। তা হল—

১] ক্যালকাটা ফিমেল জুভেনাইল সোসাইটি প্রতিষ্ঠা

২] ফরেন স্কুল সোসাইটি প্রতিষ্ঠা

ব্যক্তিগত উদ্যোগ: ড্রিংকওয়াটার বেথুন হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন (১৮৪৯ খ্রি.)। মেরি কার্পেন্টার শিক্ষিকা তৈরির জন্য ফিমেল নর্মাল স্কুল প্রতিষ্ঠা করেন (১৮৬৬ খ্রি.)।

মূল্যায়ন: এই সমস্ত উদ্যোগের ফলে উনিশ শতকের বাংলাদেশে নারীশিক্ষার সূচনা হয় ও গতি আসে। রক্ষণশীল সমাজ নারীশিক্ষার বিরোধিতা করতে থাকে। কিন্তু পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত বুদ্ধিজীবীরা নারীশিক্ষাকে স্বাগত জানায়। সরকার নারীশিক্ষায় সাহায্য করে। এইভাবে উনিশ শতকের বাংলাদেশে ইউরোপীয় উদ্যোগে নারীশিক্ষার প্রসার ঘটে।

error: সর্বস্বত্ত্ব সংরক্ষিত