গ্রামবার্ত্তা প্রকাশিকা’য় উনিশ শতকের বাংলা কীরূপ সমাজচিত্র প্রতিফলিত হয়েছিল?

‘গ্রামবার্ত্তা প্রকাশিকা’ হলো বাংলা থেকে প্রকাশিত একটি উল্লেখযোগ্য পত্রিকা। এর প্রথম সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার, যিনি ‘কাঙাল হরিনাথ’ নামেও পরিচিত ছিলেন। এটি প্রথমে মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত হলেও পরে পাক্ষিক ও সাপ্তাহিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়।

গ্রামবার্তা প্রকাশিকায় তৎকালীন সমাজচিত্র

‘গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকা থেকে সমসাময়িককালের সমাজ সম্পর্কে জানা যায়। যথা—

১] সমাজে নারীদের দুরবস্থা সম্পর্কে জানা যায়।

২] জমিদারদের শোষণ ও অত্যাচারের কথা প্রকাশিত হত।

৩] নীলকর সাহেবদের অত্যাচারের কথা জানা যায়।

৪] শিক্ষার প্রসারের বিভিন্ন উদ্যগের কথা জানা যায়।

মূল্যায়ন: এই পত্রিকাটি সুলভ মূল্যের ছিল। প্রকাশক হরিনাথ মজুমদার অতি দারিদ্র্যের মধ্যেও পত্রিকা প্রকাশনার কাজ চালিয়ে যান। তিনি ‘কাঙাল হরিনাথ” নামে পরিচিত ছিলেন। ঊনিশ শতকের দ্বিতীয়ার্ধের বাংলার সমাজচিত্র এই পত্রিকা থেকে পাওয়া যায়।

error: সর্বস্বত্ত্ব সংরক্ষিত