বিদ্রোহের নাম | সময় | স্থান | নেতৃত্ব | কারণ | অন্যান্য |
সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ | ১৭৬৩ থেকে ১৮০০ | ঢাকায় শুরু, তারপর রংপুর, মালদহ, দিনাজপুর, ফরিদপুর, ময়মনসিংহ | ভবানী পাঠক, দেবী চৌধুরানী, মজনু শাহ, চিরাগ আলি | ভূমিরাজস্ব বৃদ্ধি, সন্ন্যাসীদের উপর তীর্থকর চাপানো ইত্যাদি কারণে | সন্ন্যাসী বিদ্রোহের কথা বঙ্কিমচন্দ্রের ‘আনন্দমঠ’ উপন্যাসে পাওয়া যায়। ‘দেবী চৌধুরানী’ উপন্যাসেও পাওয়া যায়। |
পাইক বিদ্রোহ | ১৮১৭ খ্রি. | ওড়িশার খুরদা অঞ্চল | বিদ্যাধর মহাপাত্র | পাইকদের জমির উপরে কর বসানো | ১৮১৮ সালে ইংরেজরা পাইক বিদ্রোহ দমন করেন |
চুয়াড় বিদ্রোহ | অষ্টাদশ শতকের দ্বিতীয় ভাগের বিভিন্ন সময়ে | মেদিনীপুরের জঙ্গলমহল এলাকায় | জগন্নাথ ধল, দুর্জন সিং | নিষ্কর জমিতে কর চাপানো হলে | |
কোল বিদ্রোহ | ১৮৩১-৩২ | ছোটনাগপুরের রাঁচি, সিংভূম, মানভূম, হাজারিবাগ অঞ্চলে | বুদ্ধু ভগত, জোয়া ভগত, সুই মুণ্ডা | রাজস্ব বৃদ্ধি, মহাজনদের শোষণ, বেগার শ্রম | |
মুন্ডা বিদ্রোহ | ১৮৯৯-১৯০০ | ছোটনাগপুর রাঁচি অঞ্চলে | বিরসা মুন্ডা, | জমিদার, দিকুদের অত্যাচার, জমিতে যৌথ মালিকানা ফিরিয়ে আনা | এর অন্য নাম ‘মুন্ডা উলগুলান’। বিরসা ‘ধরতি আবা’ নামে অভিহিত হন। |
সাঁওতাল বিদ্রোহ | ১৮৫৫ সাল | বীরভূম, সিংভূম, বাঁকুড়া, হাজারিবাগ, ভাগলপুর | সিধু, কানু, ডমন মাঝি, চাঁদ, ভৈরব | মহাজনদের শোষণ, সাঁওতালদের ঠকানো | এই বিদ্রোহের অন্য নাম ‘খেরওয়ারি হুল’। ভাগনাডিহির মাঠ থেকে এই বিদ্রোহের সুচনা। সাঁওতাল পরগণা গঠন করা হয়েছিল। |
ফরাজি আন্দোলন | ১৮৩০ সাল | ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ, বাখরখঞ্জ, নোয়াখালি | হাজি শরিয়ৎউল্লাহ, দুদু মিঞা, নোয়া মিঞা | ইসলাম ধর্মের শুদ্ধিকরণ দিয়ে এর সূচনা, পরে জমিদারদের বিরুদ্ধে | ফরাজি আরবি শব্দ যার অর্থ বাধ্যতামূলক কর্তব্য |
ওয়াহাবি আন্দোলন | ১৮৩১ সাল | উত্তরপ্রদেশের রায়বেরিলি, বাংলায় বারাসাত অঞ্চলে | সৈয়দ আহমেদ, তিতুমির | ধর্মীয় শুদ্ধিকরণ। পরে কৃষক আন্দোলন | ওয়াহাবি কথার অর্থ নবজাগরণ। এই আন্দোলনের অন্য নাম ‘তরিকা-ই-মহম্মদীয়া’। ১৮৩১ সালে সৈয়দ আহমেদ এবং তিতুমির উভয়েরই মৃত্যু হয়। |
নীল বিদ্রোহ | ১৮৫৯-৬০ | নদিয়া জেলার গোবিন্দপুরে এই বিদ্রোহের সূচনা। এছাড়া যশোর, খুলনা | বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস | নীলকরদের অত্যাচার | দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকের এর পরিচয় আছে। ১৮৬০ সালে নীল কমিশন গড়ে তোলা হয়। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা এই বিদ্রোহ সমর্থন করে। |
রংপুর কৃষক বিদ্রোহ | অষ্টাদশ শতক | রংপুরে | নুরুদ্দিন, জিয়াজি নারায়ণ | কৃষকদের উপর অত্যাচার ও শোষণ | দেবী সিংহের বিরুদ্ধে বিদ্রোহ |
--------------------------------------------------
--------------------------------------------------
--------------------------------------------------
--------------------------------------------------