--------------------------------------------------
--------------------------------------------------


--------------------------------------------------
--------------------------------------------------

প্রতিরোধ ও বিদ্রোহ : তালিকার মাধ্যমে

বিদ্রোহের নামসময়স্থাননেতৃত্বকারণঅন্যান্য
সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ১৭৬৩ থেকে ১৮০০ঢাকায় শুরু, তারপর রংপুর, মালদহ, দিনাজপুর, ফরিদপুর, ময়মনসিংহভবানী পাঠক, দেবী চৌধুরানী, মজনু শাহ, চিরাগ আলিভূমিরাজস্ব বৃদ্ধি, সন্ন্যাসীদের উপর তীর্থকর চাপানো ইত্যাদি কারণেসন্ন্যাসী বিদ্রোহের কথা বঙ্কিমচন্দ্রের ‘আনন্দমঠ’ উপন্যাসে পাওয়া যায়। ‘দেবী চৌধুরানী’ উপন্যাসেও পাওয়া যায়।
পাইক বিদ্রোহ১৮১৭ খ্রি.ওড়িশার খুরদা অঞ্চলবিদ্যাধর মহাপাত্রপাইকদের জমির উপরে কর বসানো১৮১৮ সালে ইংরেজরা পাইক বিদ্রোহ দমন করেন
চুয়াড় বিদ্রোহঅষ্টাদশ শতকের দ্বিতীয় ভাগের বিভিন্ন সময়েমেদিনীপুরের জঙ্গলমহল এলাকায় জগন্নাথ ধল, দুর্জন সিংনিষ্কর জমিতে কর চাপানো হলে 
কোল বিদ্রোহ১৮৩১-৩২ছোটনাগপুরের রাঁচি, সিংভূম, মানভূম, হাজারিবাগ অঞ্চলেবুদ্ধু ভগত, জোয়া ভগত, সুই মুণ্ডারাজস্ব বৃদ্ধি, মহাজনদের শোষণ, বেগার শ্রম 
মুন্ডা বিদ্রোহ১৮৯৯-১৯০০ ছোটনাগপুর রাঁচি অঞ্চলেবিরসা মুন্ডা,জমিদার, দিকুদের অত্যাচার, জমিতে যৌথ মালিকানা ফিরিয়ে আনাএর অন্য নাম ‘মুন্ডা উলগুলান’। বিরসা ‘ধরতি আবা’ নামে অভিহিত হন।
সাঁওতাল বিদ্রোহ১৮৫৫ সালবীরভূম, সিংভূম, বাঁকুড়া, হাজারিবাগ, ভাগলপুরসিধু, কানু, ডমন মাঝি, চাঁদ, ভৈরবমহাজনদের শোষণ, সাঁওতালদের ঠকানোএই বিদ্রোহের অন্য নাম ‘খেরওয়ারি হুল’। ভাগনাডিহির মাঠ থেকে এই বিদ্রোহের সুচনা। সাঁওতাল পরগণা গঠন করা হয়েছিল।
ফরাজি আন্দোলন১৮৩০ সালফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ, বাখরখঞ্জ, নোয়াখালিহাজি শরিয়ৎউল্লাহ, দুদু মিঞা, নোয়া মিঞাইসলাম ধর্মের শুদ্ধিকরণ দিয়ে এর সূচনা, পরে জমিদারদের বিরুদ্ধেফরাজি আরবি শব্দ যার অর্থ বাধ্যতামূলক কর্তব্য
  ওয়াহাবি আন্দোলন  ১৮৩১ সাল   উত্তরপ্রদেশের রায়বেরিলি, বাংলায় বারাসাত অঞ্চলে  সৈয়দ আহমেদ, তিতুমির  ধর্মীয় শুদ্ধিকরণ। পরে কৃষক আন্দোলনওয়াহাবি কথার অর্থ নবজাগরণ। এই আন্দোলনের অন্য নাম ‘তরিকা-ই-মহম্মদীয়া’। ১৮৩১ সালে সৈয়দ আহমেদ এবং তিতুমির উভয়েরই মৃত্যু হয়।
নীল বিদ্রোহ১৮৫৯-৬০নদিয়া জেলার গোবিন্দপুরে এই বিদ্রোহের সূচনা। এছাড়া যশোর, খুলনাবিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস নীলকরদের অত্যাচারদীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকের এর পরিচয় আছে। ১৮৬০ সালে নীল কমিশন গড়ে তোলা হয়। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা এই বিদ্রোহ সমর্থন করে।
রংপুর কৃষক বিদ্রোহঅষ্টাদশ শতকরংপুরেনুরুদ্দিন, জিয়াজি নারায়ণকৃষকদের উপর অত্যাচার ও শোষণদেবী সিংহের বিরুদ্ধে বিদ্রোহ
error: সর্বস্বত্ত্ব সংরক্ষিত