নীলবিদ্রোহের গুরুত্ব লেখ।

[] ১৮৫৯ সালের নীলবিদ্রোহ অনেকটাই সফল হয়েছিল। এই বিদ্রোহ বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ ছিল—

[অ] এই বিদ্রোহের মাধ্যমেই সর্বপ্রথম কৃষক, জমিদার, শিক্ষিত মধ্যবিত্ত এবং হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়।

[আ] এই বিদ্রোহ ছিল প্রথম সংঘবদ্ধ গণ আন্দোলন বা বাংলার প্রথম বিপ্লব।

[ই] বিভিন্ন দমনমূলক আইন বাতিল হয়। অত্যাচারী নীলকরদের বিতাড়িত করা হয়।

[ঈ] তিন কাঠিয়া প্রথা বা এক বিঘায় তিন কাঠা জমিতে নীল চাষ ধার্য করা হয়।

error: সর্বস্বত্ত্ব সংরক্ষিত