কোল বিদ্রোহের নেতৃত্ব ও কারণ উল্লেখ করো। বা কোল বিদ্রোহ সম্পর্কে লেখ।

[] ছোটোনাগপুর অঞ্চলের হো, ওরাওঁ, মুন্ডা প্রভৃতি সম্প্রদায়ের মানুষেরা জমিদার ও মহাজন শ্রেণি অর্থাৎ ‘দিকু’দের বিরুদ্ধে কোল বিদ্রোহে অংশগ্রহণ করে। কোল বিদ্রোহ সংঘটিত হয় ১৮৩১-৩২ সালে।

[] নেতৃত্ব= এই বিদ্রোহের নেতারা হলেন বুদ্ধু ভগত, জোয়া ভগত, সুই মুন্ডা প্রমুখ।

[] কারণ=

[ক] উচ্চহারে কর আদায়, মহাজনদের শোষণ ও সীমাহীন অত্যাচার কোলদের ক্ষুব্ধ করে তোলে।

[খ] কোলদের প্রিয় পানীয় মদের উপর কর ধার্য করা হলে কোলরা বিক্ষুব্ধ হয়ে ওঠে।

[গ] ব্রিটিশ বিচার ও আইন-কানুন কোলদের উপর চাপিয়ে দেওয়া হলে তারা বিদ্রোহী হয়ে ওঠে। এইসব কারণে কোলরা বিদ্রোহে সামিল হতে বাধ্য হয়।

error: সর্বস্বত্ত্ব সংরক্ষিত