সন্ন্যাসী-ফকির বিদ্রোহ সম্পর্কে লেখ। অথবা, এই বিদ্রোহের কারণ, নেতৃবৃন্দ, ব্যর্থতা সম্বন্ধে লেখ।

[] ইংরেজদের শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে সন্ন্যাসী ও ফকিররা ১৭৬৩ থেকে ১৮০০ সাল পর্যন্ত যে বিদ্রোহে অংশ নিয়েছিল, তা ‘সন্ন্যাসী-ফকির বিদ্রোহ’ নামে পরিচিত। কোম্পানির আমলে তারা বিভিন্ন কারণে বিদ্রোহী হয়ে উঠেছিল।

কারণ

ক) কোম্পানির কর্মচারীরা সন্ন্যাসীদের কাছ থেকে বেশি কর আদায় করতো, যার কারণে তারা ক্ষুব্ধ হয়।

খ) সন্ন্যাসী ও ফকিরদের উপর তীর্থকর চাপানোর ফলে তারা বিদ্রোহে সামিল হয়।

বিদ্রোহ—বিদ্রোহী সন্ন্যাসী ও ফকিররা কোম্পানির কুঠি, জমিদারের কাছারি প্রভৃতির উপর আক্রমণ চালায়। রংপুর, দিনাজপুর, ফরিদপুর, বগুড়া প্রভৃতি অঞ্চলে এই বিদ্রোহ বিস্তৃত হয়েছিল।

নেতৃবৃন্দ—ভবানী পাঠক, মজনু শাহ, দেবী চৌধুরানী, চিরাগ আলি প্রমুখ ব্যাক্তিরা নেতৃত্ব দিয়েছিল।

ব্যর্থতা—শেষপর্যন্ত সাম্প্রদায়িক বিভেদ, নেতাদের অভিজ্ঞতার অভাত প্রভৃতি কারণে এই বিদ্রোহ ব্যর্থ হয়।

[] ওয়ারেন হেস্টিংস এই বিদ্রোহকে ‘ডাকাতদের উপদ্রব’ বলতে এটি ছিল প্রকৃতপক্ষে একটি কৃষক বিদ্রোহ।

error: সর্বস্বত্ত্ব সংরক্ষিত