কী উদ্দেশ্যে ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রণয়ন করেছিল?

[] ১৮৬৫ সালের পর ১৮৭৮ সালে ব্রিটিশ সরকার ‘ভারতীয় অরণ্য আইন’ পাশ করে। এই অরণ্য আইন দুটি প্রবর্তনের পিছনে ব্রিটিশ শক্তির কিছু উদ্দেশ্য ছিল।

[] অর্থনৈতিক উদ্দেশ্য : বিশাল ও সম্পদপূর্ণ ভারতীয় বনভূমিকে ব্রিটিশ অর্থনীতির স্বার্থে তা ব্যবহার করাটাই ছিল অরণ্য আইন প্রবর্তনের মূল উদ্দেশ্য।

[] সামরিক উদ্দেশ্য : ব্রিটেনের নৌবাহিনীর জন্য জাহাজ তৈরির প্রয়োজনীয় ওক গাছের অন্যতম সরবরাহক্ষেত্র ছিল ভারতীয় অরণ্য।

[] রেলপথের প্রসার : ভারতে রেলপথের প্রসার অরণ্য আইন চালু করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। গ্যারান্টি প্রথার মাধ্যমে যে সকল রেলওয়ে কোম্পানি ভারতে রেলপথ প্রসারের কাজ করছিল তাদের রেললাইনের স্লিপার ও অন্যান্য অংশ তৈরির জন্য প্রচুর কাঠের প্রয়োজন ছিল।

[] সার্বিকভাবে বলা যায়, অরণ্য অঞ্চলের ওপর ব্যাপক নিয়ন্ত্রণের জন্য ঔপনিবেশিক শাসকবর্গের ব্যাখ্যা ছিল— অজ্ঞ কৃষক ও আদিবাসীদের কবল থেকে অরণ্য সম্পদকে রক্ষা করার জন্যই এই জাতীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। অরণ্য সংরক্ষণের পিছনে সামরিক ও অর্থনৈতিক উদ্দেশ্যই প্রধান ছিল।

error: সর্বস্বত্ত্ব সংরক্ষিত