মুন্ডা বিদ্রোহের কারণ লেখ।

[]  উল্লেখযোগ্য একটি উপজাতি বিদ্রোহ ছিল মুন্ডা বিদ্রোহ, যার নেতৃত্ব দিয়েছিলেন বিরসা মুন্ডা। ১৮৯৯-১৯০০ সালে মুন্ডারা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। এদের বিদ্রোহ ‘উলগুলান’ নামে পরিচিত।

কারণ—

খুৎকাঠি প্রথার ভাঙন—মুন্ডাদের যৌথ মালিকানা ব্যবস্থা প্রচলিত হলো, যা ‘খুৎকাঠি প্রথা’ নামে পরিচিত ছিল। ব্রিটিশ আইনে এই প্রথায় ভাঙন ধরেছিল।

বেগার প্রথা—জমিদার বা মহাজনরা মুন্ডাদের বিনা মজুরিতে কাজ করাতো। এই ‘বেত বেগারি’ প্রথার ফলে মুন্ডারা ক্ষুব্ধ ছিল।

ব্রিটিশ আইন-ব্যবস্থা—মুন্ডাদের নিজস্ব আইন ও বিচারব্যবস্থায় হস্তক্ষেপ মুন্ডারা মেনে নেয় নি। ব্রিটিশ আইন ও বিচার ব্যবস্থা মুন্ডাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল।

অন্যান্য—এছাড়া মুন্ডাদের জোর করে ধর্মান্তরিত করা, তাদের নৈতিক অধঃপতন ঘটা প্রভৃতি কারণের জন্য মুন্ডারা ‘উলগুলানে’ অংশগ্রহণ করে।

error: সর্বস্বত্ত্ব সংরক্ষিত