--------------------------------------------------
--------------------------------------------------


--------------------------------------------------
--------------------------------------------------

ব্রিটিশ কোম্পানির আমলে বিভিন্ন উপজাতি ও কৃষক বিদ্রোহ হওয়ার কারণ কী ছিল?

[] ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের ১০০ বছরে (১৭৫৭ থেকে ১৮৫৭ সাল পর্যন্ত) বিভিন্ন কৃষক ও উপজাতি বিদ্রোহ সংঘটিত হয়েছিল। যেমন—সন্য্যাসী-ফকির বিদ্রোহ, ওয়াহাবি আন্দোলন, ফরাজি আন্দোলন, কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ প্রভৃতি। এই বিদ্রোহগুলি সংঘটিত হওয়ার পিছনে কিছু কারণ ছিল, যথা—

কারণ—

১. কৃষকদের কাছ থেকে অধিক কর আদায় করতো ইংরেজ কোম্পানি ও জমিদাররা।

২. সরকারি কর্মচারী এবং পুলিশি অত্যাচার কৃষক ও উপজাতিদের ক্ষুব্ধ করে তোলে,

৩. কৃষক ও উপজাতিদের উপর জমিদার ও মহাজনদের নানা অজুহাতে  অত্যাচার ও শোষণ চলতো।

৪. দেশীয় শিল্পের বিনাশে দেশীয় শিল্পী ও কারিগররা ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাই তারা বিদ্রোহে যোগদান করেছিল।

error: সর্বস্বত্ত্ব সংরক্ষিত