--------------------------------------------------
--------------------------------------------------


--------------------------------------------------
--------------------------------------------------

“কথয় বাসু, কিংবা যুক্তং সময়বিরুদ্ধাচরণম্”–উক্তিটির বক্তা কে? ‘বাসু’ বলতে কাকে বোঝানো হয়েছে? শ্রোতা কী বিরুদ্ধাচরণ করেছিল?

[] আর. কৃষ্ণমাচার্য রচিত ‘বাসন্তিকস্বপ্নম্’ নাট্যাংশের আলোচ্য উক্তিটির বক্তা হলেন অবন্তীরাজ ইন্দ্রবর্মা।

[] এখানে ‘বাসু’ বলতে কৌমুদীকে বোঝানো হয়েছে।

[] কৌমুদীর বিরুদ্ধাচরণ : সুশাসক রাজা ইন্দ্রবর্মা কৌমুদীকে রাজ্যের নিয়মের বিরুদ্ধাচরণ করতে বারণ করেছেন। অবন্তী দেশের নিয়ম হল পিতার আদেশ অমান্য করে বিবাহ করা দণ্ডনীয় অপরাধ। কৌমুদী পিতার প্রিয়পাত্র মকরন্দকে বিবাহ করতে অনিচ্ছুক। অপরন্তু, পিতার অপছন্দের পাত্র বসন্তকেই বিয়ে করতে ইচ্ছুক। এ হেন অনাচারের বিরুদ্ধে তার পিতা ইন্দুশর্মা রাজার কাছে সুবিচারের আবেদন করেছেন।

রাজা কৌমুদীকে রাজ্যের নিয়মের বিরোধী না-হওয়ার কথাই ব্যক্ত করেছেন। আবার কৌমুদীর পিতার আজ্ঞা লঙ্ঘনের জন্য শাস্তি রাজ্যে প্রচলিত রয়েছে। তাই ‘সময়বিরুদ্ধাচরণ’ হল ‘নিয়মের বিরুদ্ধাচরণ’। কাজেই কৌমুদী যেন রাজ্যের নিয়মের বিরুদ্ধাচরণ না-করে—এটাই রাজা কৌমুদীকে বোঝাতে চেয়েছেন।

error: সর্বস্বত্ত্ব সংরক্ষিত