“বিজয়তাম্ অস্মাকম্ অবনিপঃ” – উক্তিটি কার? ‘অবনিপঃ’ কে? বক্তা তাঁর কাছে কেন এসেছিলেন? [২০১৭]

[] দক্ষিণ ভারতের সংস্কৃত পণ্ডিত কৃষ্ণমাচার্য অনূদিত ‘বাসন্তিকস্বপ্নম্’-এর আলোচ্য উক্তিটির বক্তা হলেন অবন্তীবাসী একজন বৃদ্ধ ব্রাহ্মণ ইন্দুশর্মা।

[] ‘অবনিপঃ’ কথার অর্থ ‘পৃথিবীপতি’। এখানে ‘অপনিপঃ’ হলেন অবন্তীরাজ ইন্দ্রবর্মা।

[] ইন্দ্রবর্মার কাছে ইন্দুশর্মার আসার কারণ–অবন্তীবাসী বৃদ্ধ ব্রাহ্মণ ইন্দুশর্মা রাজা ইন্দ্রবর্মার কাছে এসেছেন সুবিচারের আশায়। ইন্দুশর্মার একমাত্র কন্যা কৌমুদী পিতার পছন্দের পাত্র মকরন্দকে বিবাহ না করে তার পছন্দের পাত্র বসন্তকে বিবাহ করতে চায়। এদিকে অবন্তীরাজ্যের নিয়ম হল পিতার পছন্দের পাত্রকেই বিয়ে করতে হবে। আর তা না করলে কঠোর শাস্তি – নয় আজীবন কুমারীব্রত ধারণ, নয় মৃত্যুবরণ।

জেদি কৌমুদী পিতার আদেশ অমান্য করে উক্ত দোষ করেছে। তাই ইন্দুশর্মা উক্ত সমস্যার সুবিচারের আশায় রাজা ইন্দ্রবর্মার কাছে এসেছিলেন।

error: সর্বস্বত্ত্ব সংরক্ষিত