রচনাধর্মী প্রশ্ন
- “চারশত বৎসর বাদেও তাঁর প্রতি নানা লোকের ভক্তির অর্ঘ্য সেই সত্যের জয় ঘোষণা করছে” – তাঁর বলতে কাকে নির্দেশিত করা হয়েছে? সেই সত্যের জয় কীভাবে ঘোষিত হয়েছে, তা পাঠ্য রচনানুসারে লেখ।
- “এবার গালিলিও পেলেন হাতের মধ্যে বিশ্বসমীক্ষার এক প্রধান যন্ত্র” – কোন যন্ত্রের কথা বলা হয়েছে? তার সাহায্যে তিনি কী কী আবিষ্কার করেছিলেন?
- গালিলিও’ প্রবন্ধ অনুসরণে গালিলিও-র বিজ্ঞান সাধনার পরিচয় দাও।
- নিজের দূরবীন নিয়ে গালিলিও অনেক নতুন আবিষ্কার করলেন” – দুরবীনের সাহায্যে গালিলিও কী কী আবিষ্কার করলেন? সনাতনীরা তাঁর মতের বিরোধিতা করেছিল কেন?